আজকের আলোচিত ছবি : ২১ জুন ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
শ্রীলঙ্কার পর এবার আফ্রিকার দু-একটিসহ অন্যান্য দেশও বাংলাদেশের কাছে ঋণ চাইছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয়ে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান। ছবি: পিআইডি
-
বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রগুলোর মানোন্নয়নে সরকারি অনুদান প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ছবি: সংগৃহীত
-
রাজধানীর ঢাকা কলেজ এলাকার ফুটপাতের অস্থায়ী চেয়ার, টেবিল ও চৌকি বিক্রেতাদের বিক্রি একেবারেই নেই বললেই চলে। বিক্রেতারা বলছেন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় তাদের ব্যবসা মন্দা। ছবি: জাগো নিউজ
-
আজকের বৃষ্টিতে পুরান ঢাকার মাজেদ সরদার রোড ডুবে যায়। এতে অনেক দোকানপাট ও বাসা-বাড়ির নিচতলায় পানি ঢুকে যায়। ছবি: জাগো নিউজ
-
টাঙ্গাইলের মির্জাপুরে কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। এ বছর মির্জাপুরের পাহাড়ি অঞ্চল হিসেবে খ্যাত উপজেলার আজগানা, লতিফপুর, বাঁশতৈল ও তরফপুর ইউনিয়নে প্রচুর পরিমাণে কাঁঠাল উৎপাদন হয়। ছবি: জাগো নিউজ
-
নিম্নচাপের প্রভাবে যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে বইছে ঘূর্ণিঝড় ‘গার্লক’। এতে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাকবলিত হয়েছে বেশকিছু গাড়ি। মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। যার মধ্যে ৯ জনই শিশু। ছবি: সংগৃহীত
-
আজকের বৃষ্টিতে রাজধানীর একটি সড়কের দৃশ্য। ছবি: মাহবুব আলম