আজকের আলোচিত ছবি : ১৮ জুন ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রায় সপ্তাহখানেক নিখোঁজ থাকার পর সন্ধান মিলেছে আলোচিত বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের। আজ তাকে রংপুুুর নগরের আবহাওয়া অফিস সংলগ্ন মাস্টার পাড়ার শ্বশুরবাড়ি থেকে থানায় নিয়ে যায় পুলিশ। ছবি: জাগো নিউজ
-
টেকনাফ থেকে সাতক্ষীরা পর্যন্ত বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ। আজ দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সমানে তারা এ মানববন্ধন করে। ছবি: জাগো নিউজ
-
করোনার টিকায় পোশাক শ্রমিকদের অগ্রাধিকার দেয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গার্মেন্টস শ্রমিক সংহতি নামে একটি সংগঠন। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। ছবি: জাগো নিউজ
-
রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে স্থায়ী পে কমিশন গঠন করে নবম পে-স্কেল ঘোষণার মাধ্যমে বেতনবৈষম্য নিরসনসহ বিভিন্ন দাবি জানিয়েছে সম্মিলিত অধিকার আদায় ফোরাম। ছবি: জাগো নিউজ
-
ইসলামী প্রজাতন্ত্র ইরানের ১৩তম প্রেসিডেন্ট নির্বাচন আজ (১৮ জুন)। এদিন স্থানীয় সময় সকাল ৭টায় দেশটিতে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে রাত ১২টা পর্যন্ত। তবে প্রয়োজনে ভোটগ্রহণের সময় রাত ২টা পর্যন্ত বাড়ানো যাবে। ছবি: সংগৃহীত