আজকের আলোচিত ছবি : ১৬ জুন ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর পর ‘গার্ড অব অনার’-এ নারী উপজেলা কর্মকর্তার (ইউএনও) বিকল্প ব্যক্তি নির্ধারণের সুপারিশের প্রতিবাদে মানববন্ধন করেছে সামাজিক প্রতিরোধ কমিটি। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
জাতীয় প্রেস ক্লাবে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে এক গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: মাহবুব আলম
-
ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন নিখোঁজ ইসলামিক বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের স্ত্রী। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে স্বামীকে ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
চলমান করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় মোংলায় কঠোর বিধিনিষেধ ২৩ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। ছবি: মো. এরশাদ হোসেন রনি
-
বিদেশগামী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা টিকা দেয়ার পাশাপাশি টিকিটের মূল্য স্থিতিশীল রাখতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে বায়রার সম্মিলিত সমন্বয় পরিষদ। ছবি: জাগো নিউজ
-
ভারি বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় ভুটানের প্রত্যন্ত অঞ্চলের একটি পাহাড়ি ক্যাম্পে ১০ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। আজ এ হতাহতের ঘটনা ঘটে। এছাড়া নেপালে বন্যায় সাতজন নিখোঁজ রয়েছেন। ছবি: রয়টার্স