আজকের আলোচিত ছবি : ১৪ জুন ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
অভিনেত্রী পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার আসামি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রাজধানীর উত্তরা থেকে নাসির উদ্দিনের বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ছবি: জাগো নিউজ
-
দালাল নির্মূলে রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের আলুবীজ শাখা ধ্বংসের জন্য একটি কুচক্রি মহল পায়তারা চালাচ্ছে। এমন অভিযোগ করে চুক্তিবদ্ধ কৃষকের কাজ থেকে আলুবীজ সংগ্রহের মূল্য প্রতি কেজি সাড়ে ৩৭ টাকা করার দাবি জানিয়েছেন বিএডিসি চুক্তিবদ্ধ আলুবীজ কৃষকরা। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা বাজারে ৫২ কেজি ওজনের একটি বিশাল আকৃতির বাঘাইড় মাছ অর্ধলাখ টাকায় বিক্রি হয়েছে। আজ দুপুরে কাকিনা বাজারে মাছটি আনলে তা কেটে এক হাজার টাকা কেজি দরে বিক্রি করা হয়। ছবি: রবিউল হাসান
-
এখন গাছ লাগানোর উপযুক্ত সময়। রাজধানীর বৃক্ষপ্রেমী বাসিন্দারা বিভিন্ন নার্সারি থেকে গাছ ও গাছের চারা কিনছেন। ছবি: জাগো নিউজ
-
ব্রিটিশ রানি এলিজাবেথকে দেখে মায়ের কথা মনে পড়ে আবেগে আপ্লুত হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনদিনের জি-৭ সম্মেলনের শেষদিন রোবরার উইন্ডসর ক্যাসেলে ৯৫ বছর বয়সী রানির সঙ্গে সাক্ষাৎ করেন বাইডেন। ছবি: সংগৃহীত