আজকের আলোচিত ছবি : ১৩ জুন ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নবনিযুক্ত বিমানবাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেয়া হয়। ছবি: পিআইডি
-
আজ রাজধানীর হোটেল রেডিসনে ড্রেজিং কাজের জন্য বেলজিয়ামভিত্তিক ড্রেজিং কোম্পানি ‘জান ডে নুল’র সঙ্গে চুক্তি সই করে পায়রা বন্দর কর্তৃপক্ষ। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। ছবি: জাগো নিউজ
-
স্বপ্ন ফাউন্ডেশন আয়োজিত শেখ হাসিনার কারামুক্তি দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিবেসে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ জাতীয় প্রেস ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিরুদ্ধে ব্যক্তি মালিকানাধীন জমি অবৈধভাবে দখলের অভিযোগ করেছে একটি পরিবার। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
টাঙ্গাইলের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত খানা-খন্দ যানজটের সৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। ছবি: আরিফ উর রহমান টগর
-
চীনের একটি আবাসিক এলাকায় গ্যাস পাইপ বিস্ফোরণে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৭ জন। আজ স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় হুবেই প্রদেশের শিয়ান শহরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে। ছবি: সংগৃহীত
-
শনিবার রাতে খেলা চলাকালীন মাঠের মধ্যেই লুটিয়ে পড়েছিলেন ডেনমার্কের তারকা মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেন। ধারণা করা হয়েছে, হার্ট অ্যাটাক করায় ওভাবে মাঠে আছড়ে পড়েন তিনি। এই ছবি পোস্ট করে তার ভক্তরা সুস্থতা কামনা করছেন। ছবি: সংগৃহীত