আজকের আলোচিত ছবি : ১২ জুন ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
সংশোাধিত বাজেটে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা খাতে বরাদ্দ বাড়ানো, ঈদুল আজহার আগে শতভাগ বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ বিভিন্ন দাবি জানিয়েছে বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি আজ ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার কুমারগাতা ইউনিয়নে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত প্রথম পর্যায়ের ১১টি ঘর ও দ্বিতীয় পর্যায়ের নির্মাণাধীন ১১টি ঘর পরিদর্শন করেন। ছবি: সংগৃহীত
-
পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টার ওয়াহেদ ম্যানশন বসবাসের জন্য খুলে দেয়ায় প্রতিবাদ জানিয়েছে চুড়িহাট্টা অগ্নিকাণ্ডে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবার সংস্থা। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
রাজধানীর নিউমার্কেটের দুই নম্বর গেটের (বলাকা সিনেমা হলের বিপরীত দিকে) অদূরে ফুটপাতের ব্যবসায়ীদের বৃষ্টির দিনে ভোগান্তির শেষ নেই। আকাশে মেঘ করলেই তাদের পলিথিন দিয়ে ছাউনি দিতে হয়। ছবি: জাগো নিউজ
-
ঝিনাইদহ সদর হাসপাতালে আইসিইউ ও পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচি আয়োজন করে বাংলাদেশ গ্রাম থিয়েটার মাইকেল মধুসূদন অঞ্চল। ছবি: আব্দুল্লাহ আল মাসুদ
-
ভারতে করোনার দ্বিতীয় ঢেউ ওঠার পর কিছুটা থিতিয়ে পড়েছিল কৃষক আন্দোলন। কিন্তু একেবারে থেমে যায়নি। তার প্রমাণও পাওয়া গেছে। কেন্দ্রের তিনটি নতুন কৃষি আইনের প্রতিবাদে এবার দেশজুড়ে রাজভবন ঘেরাও করার সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনকারী কৃষকরা। ছবি: সংগৃহীত