আজকের আলোচিত ছবি : ১১ জুন ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসনের সর্বশেষ অবস্থা জানাতে আজ সংবাদ সম্মেলন করেছে বিএনপি। এতে বক্তব্য রাখেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
৩০০ জনের নামে দায়ের করা মামলা প্রত্যাহার ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ঘোষিত নতুন রিকশা, ভ্যান ও ঠেলাগাড়ির লাইসেন্স প্রদানে সময়ক্ষেপণ ও হয়রানি বন্ধে সমাবেশ ও বিক্ষোভ করেছে রিকশা, ব্যাটারি রিকশা, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
নতুন বাজেটে নবম পে স্কেল ঘোষণাসহ ৮ দফা দাবি জানিয়েছে ১১ থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের সংগঠন ‘সম্মিলিত অধিকার আদায় ফোরাম’। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
টাঙ্গাইলের নাগরপুর ধলেশ্বরী নদীর ওপর স্থাপিত শেখ হাসিনা সেতুর অ্যাপ্রোচ সড়কের একাংশ ধসে পড়েছে। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। গত দুইদিনের ভারি বর্ষণের ফলে এ ধসের সৃষ্টি হয়েছে। ছবি: আরিফ উর রহমান টগর
-
জাতীয় সংসদ ভবনের উল্টো দিকে থাকা সেচভবন প্রাঙ্গণে শুক্র ও শনিবার সপ্তাহে দুইদিন বসে কৃষকের বাজার। কৃষি বিপণন অধিদফতরের সহায়তায় মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদীসহ কয়েকটি জেলা থেকে আসা কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বিক্রি করেন। ছবি: জাগো নিউজ
-
ইথিওপিয়ার যুদ্ধপ্রবণ টাইগ্রে অঞ্চলের প্রায় সাড়ে তিন লাখ মানুষ দুর্ভিক্ষের কবলে পড়েছে। জাতিসংঘের একটি অভ্যন্তরীণ নথিতে উঠে এসেছে এমন তথ্য। ছবি: সংগৃহীত