আজকের আলোচিত ছবি : ১০ জুন ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দেশের সকল জেলা ও উপজেলায় নির্ধাণাধীন ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে আজ ৫০টির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত
-
সম্পূর্ণ সরকারি অর্থায়নে আট হাজার ৭২২ কোটি টাকা ব্যয়ে ১৯ লাখ ৯০ হাজার ৩৬ বর্গমিটার আয়তনের এসব মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিটির নির্মাণ ব্যয় কমপক্ষে ১২ থেকে সর্বোচ্চ ১৫ কোটি টাকা। ছবি: সংগৃহীত
-
বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরের লক্ষীপুরা এলাকায় সড়ক অবরোধ করে একটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আজ স্টাইল ক্রাফট লিমিটেড নামের কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করে রাখেন। ছবি: আমিনুল ইসলাম
-
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বর্ষকাল আসার আগেই কদম ফুল ফুটেছে। এ ফুল সংগ্রহ করে বিক্রির জন্য প্রস্তুনি নিচ্ছে এই কিশোরী। ছবি: জাগো নিউজ
-
সুন্দরবন সংলগ্ন মোংলায় বাঘের আক্রমণে আহত হয়ে চলে আসা একটি হরিণকে উদ্ধার করেছে বন বিভাগ। প্রাথমিক চিকিৎসা দিয়ে এটিকে আবার ছেড়ে দেয়া হয়েছে বনে। আজ বৈদ্যমারি এলাকার দুলাল হাওলাদারের বাড়িতে চলে আসে হরিণটি। এরপর স্থানীয়রা বন বিভাগে খবর দেয়। ছবি: জাগো নিউজ
-
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালাল নির্মূলে অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ভ্রাম্যমাণ আদালত। হাসপাতালের ভেতরে ও বাইরে বিভিন্ন জায়গায় তারা অভিযান পরিচালনা করছে। অভিযানে হাসপাতালের ভেতরে ও চত্বরে থাকা ২৪ দালালকে আটক করা হয়েছে। ছবি: জাগো নিউজ
-
দক্ষিণ কোরিয়ায় একটি বাসের ওপর বহুতল একটি ভবন ধসে পড়ার ঘটনায় কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, পাঁচতলা ভবনটি একটি বাসের ওপর ধসে পড়েছে। ছবি: সংগৃহীত