আজকের আলোচিত ছবি : ৯ জুন ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বর্ষাকাল আসার আগেই বিরতি দিয়ে হালকা থেকে ভারি বৃষ্টি হচ্ছে। মৌসুমী বায়ুর প্রভাবেই আজ (৯ জুন) দুপুরে ঢাকায় বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ভোগান্তি বেড়েছে পথচারীদের। ছবি : মাহবুব আলম
-
স্ট্যাপেলিয়া ফুল। স্ট্যাপেলিয়া হলো নিম্ন-বর্ধমান, মেরুদণ্ডহীন, কাণ্ডযুক্ত, সুগন্ধযুক্ত এক ধরনের গাছ। প্রধানত দক্ষিণ আফ্রিকায় এ গাছ বেশি দেখা যায়। সম্প্রতি বগুড়ার সোনাতলায় দেখা গেছে ফুলটি। ছবি : সাজেদুর আবেদীন শান্ত
-
বসবাসের অযোগ্য শহরের তালিকায় আবারও নাম লিখিয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বিশ্বের বাসযোগ্য শহরের নতুন তালিকা প্রকাশ করেছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)। ছবি : সংগৃহীত
-
জার্মানির মধ্যাঞ্চলীয় শহর ফ্রাঙ্কফুর্টের কাছে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে দু’জন প্রাণ হারিয়েছেন। উড়োজাহাজটি একটি গাছের ওপর আছড়ে পড়েছিল বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। ছবি : সংগৃহীত
-
ময়মনসিংহ সদর উপজেলায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ জন। ৯ জুন বিকেল ৩টায় ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের রশিদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ছবি : মঞ্জুরুল ইসলাম