আজকের আলোচিত ছবি : ৭ জুন ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ ভোররাতে বাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়েছে এই কিশোরীর পাঠ্যবই। বই পোড়া দৃশ্য দেখে ভীষণ মন খারাপ তার। ছবি: মাহবুব আলম
-
সবকিছু পুড়ে যাওয়ার পর আবার নতুন করে বাঁচার টেষ্টা বস্তিবাসীর। মাথাগোঁজার জন্য ঘর তৈরির প্রস্তুতি নিচ্ছেন বস্তিবাসী। ছবি: মাহবুব আলম
-
তিল তিল করে গড়া সংসারের সবকিছু পুড়ে ছাই হয়েছে বস্তিবাসীর। ছাইয়ের মাঝেই এখন তারা খুঁজে বেড়াচ্ছেন শেষ সম্বলটুকু। বস্তির বাসিন্দারের চোখে-মুখে ভবিষ্যতের অনিশ্চয়তায় ছাপ। ছবি: মাহবুব আলম
-
ঐতিহাসিক ছয় দফা দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আজ দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরে এ শ্রদ্ধা জানানো হয়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফীন আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা-২০১৮ বিষয়ক দিনব্যাপী কর্মশালায় সভাপতিত্ব করেন। ছবি: সংস্কৃতি মন্ত্রণালয়
-
আজ খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসায় সংবাদ সম্মেলনের মাধ্যমে ৩৩ সদস্যবিশিষ্ট নতুন এ কমিটি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। ছবি: জাগো নিউজ
-
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ জাতীয় প্রেসক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ঢাকা আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। ছবি: জাগো নিউজ
-
শ্রীলঙ্কায় প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৭ জন মারা গেছেন। এছাড়া হাজার হাজার মানুষকে তাদের বাসস্থান থেকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। ছবি: রয়টার্স