আজকের আলোচিত ছবি : ৫ জুন ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ বিশ্ব পরিবেশ দিবসে গণভবনে ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২১’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গণভবন চত্বরে ডুমুর ও সোনালু গাছ রোপণের মাধ্যমে এ অভিযানের উদ্বোধন করেন। ছবি: পিআইডি
-
জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ বিএনপি আয়োজিত ‘বৈশ্বিক দুর্যোগ : ভবিষ্যৎ পরিকল্পনা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: জাগো নিউজ
-
কবি সৈয়দ ফররুখ আহমদের বসতভিটার ওপর দিয়ে রেললাইন নির্মাণ পরিকল্পনার প্রতিবাদে প্রতিবাদী মানববন্ধন করেছেন কবি ও লেখক-শিল্পীরা। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘কবি ফররুখ আহমদের বসতভিটা সংরক্ষণ পরিষদ’-এর ব্যানারে এ মানববন্ধন করা হয়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে ধরা পড়েছে ২৪ কেজি ওজনের একটি বাঘাইড়। ৪ জুন জেলে অজিত সাহার জালে মাছটি ধরা পড়ে। সন্ধ্যার পর ভৈরবের ফেরিঘাট এলাকায় আম্মাজান পাইকারি আড়তে মাছটি বিক্রির জন্য আনা হয়। মাছটি ১৮ হাজার টাকায় বিক্রি হয় বলে জানান আড়তের পাইকার শংকর। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার সন্ন্যাসী থেকে ঘষিয়াখালী পর্যন্ত টেকসই বেড়িবাঁধ নির্মাণের জোর দাবিতে মানববন্ধন করেছে সন্ন্যাসী মােরেলগঞ্জ ঘষিয়াখালী পর্যন্ত বেড়িবাঁধ বাস্তবায়ন নাগরিক পরিষদ। আজ জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে সংগঠনটি এ দাবি জানান। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ঢাকায় আজ সকালে বৃষ্টিপাত হয়েছে। তারপর দুপুরেও বৃষ্টি হয়। এতেই ঢাকায় ১১১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ছবি: জাগো নিউজ
-
চীনে একটি কয়লার খনিতে দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। অপরদিকে নিখোঁজ রয়েছে আরও সাতজন। শনিবার রাষ্ট্রীয় প্রচারমাধ্যম সিসিটিভির এক খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ছবি: সংগৃহীত