আজকের আলোচিত ছবি : ৪ জুন ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান। ছবি: জাগো নিউজ
-
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ চা দিবসের উদ্বোধনকালে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বক্তৃতা করেন। ছবি: জাগো নিউজ
-
দীর্ঘ ৯ বছর ধরে বিকল হয়ে পড়ে আছে রংপুর আবহাওয়া, রাডার ও ভূকম্পন পর্যবেক্ষণাগারের একমাত্র রাডারটি। ফলে প্রাকৃতিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস না পাওয়ায় প্রায় ৪০০ কিলোমিটার এলাকার মানুষজন আগাম প্রস্তুতি নিতে ব্যর্থ হচ্ছেন। ছবি: জীতু কবির
-
রাজশাহীর সবচেয়ে বড় আমের হাট বানেশ্বরে। এখানে প্রতিদিন শত কোটি টাকার আমের বাণিজ্য হয়ে থাকে। তবে সম্প্রতি আমচাষিদের চোখে মুখে দেখা গেছে হতাশা। ছবি: ফয়সাল আহমেদ
-
সকাল ৮টা থেকেই রাজশাহীর আনাচে-কানাচে থেকে আম নিয়ে বানেশ্বর বাজারে আসতে শুরু করেন চাষিরা। এর আগে ভোর থেকে বাগানে আম পেড়ে ক্যারেট ভর্তি করেন। ছবি: ফয়সাল আহমেদ
-
চীনের তিয়েনআনমেন স্কয়ারের ৩২তম স্মরণ কর্মসূচির আয়োজক চৌ হাং টুং নামের গণতন্ত্রপন্থী এক নারী সংগঠককে আটক করেছে হংকং পুলিশ। স্থানীয় সময় শুক্রবার সকালে তাকে আটক করা হয়। ছবি: সংগৃহীত