আজকের আলোচিত ছবি: ৩ জুন ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে মন্ত্রিসভার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: ইয়াসিন কবির জয়
-
বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে প্রধানমন্ত্রী ও ইউজিসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সাতটি অনুরোধ জানিয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন। আজ দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এ অনুরোধ তুলে ধরেন সংগঠনের নেতারা। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
সাতক্ষীরায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জেলাব্যাপী এক সপ্তাহের কঠোর লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। আজ সাতক্ষীরা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ছবি: আহসানুর রহমান রাজীব
-
ভয়াবহ নিমতলী ট্র্যাজেডি দিবস আজ। ২০১০ সালের ৩ জুন রাজধানীর পুরান ঢাকার নিমতলীতে নবাব কাটারার একটি বাড়িতে কেমিক্যাল ফ্যাক্টরি থেকে সৃষ্ট আগুনে ১২৫ জনের প্রাণ হারায়। নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আজ ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয় সাংসদ হাজি মো. সেলিম। ছবি: সংগৃহীত
-
জাতীয় সংসদে আজকের বাজেট অধিবেশনের দৃশ্য। ছবি: সংগৃহীত
-
জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হচ্ছে। ছবি: সংগৃহীত
-
সামরিক অভ্যুত্থান নিয়ে কথিত ভুয়া খবর প্রকাশের অভিযোগে দুই সাংবাদিককে কারাদনণ্ড দিয়েছে জান্তা-শাসিত মিয়ানমার। কারাদণ্ডের প্রতিবাদে দেশটির রাস্তায় প্রতিবাদ করছেন সাংবাদিক নেতারা। ছবি: সংগৃহীত
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের জন্য অধিবেশন কক্ষের দিকে যাচ্ছেন। ছবি: পিআইডি