আজকের আলোচিত ছবি : ১ জুন ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ রাজধানীতে মুষলধারে বৃষ্টি হয়েছে। এরপর শুরু হয় হালকা বৃষ্টি। এটা চলে প্রায় সাড়ে ৯টা পর্যন্ত। ছবি: মাহবুব আলম
-
বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তা ডুবে যায়। অনেক স্থানে ইঞ্জিনে পানি প্রবেশ করে গাড়ি বন্ধ হয়ে যায়। আর এতে ভয়াবহ যানজট তৈরি হয় রাজধানীজুড়ে। ছবি: মাহবুব আলম
-
করোনার কারণে টানা ১৫ মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় মোবাইলে আসক্ত হয়ে পড়েছে শিক্ষার্থীরা। একই সঙ্গে বেড়েছে বাল্যবিয়ে, মাদকাসক্ত ও কিশোর অপরাধ। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ কথা বলেন অভিভাবক-ছাত্র-শিক্ষক জাতীয় মঞ্চের বক্তারা। ছবি: জাগো নিউজ
-
মিষ্টি আঙুর চাষে ঝিনাইদহে সফল আব্দুর রশিদ। জেলার মহেশপুর উপজেলার যুগিহুদা গ্রামে বিদেশি জাতের আঙুর চাষ করে সফল হয়েছেন তিনি। ছবি: আব্দুল্লাহ আল মাসুদ
-
করোনা টিকা প্রদান করা ও দ্রæত কর্মস্থলে ফেরার দাবি জানিয়েছেন ছুটিতে দেশে এসে আটকেপড়া মালয়েশিয়া প্রবাসীরা আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে প্রবাসীরা এসব দাবি জানান। মানববন্ধনে প্রায় অর্ধ শতাধিক মালয়েশিয়া প্রবাসী উপস্থিত ছিলেন। ছবি: জাগো নিউজ
-
উগান্ডায় এক প্রভাবশালী মন্ত্রীর গাড়িতে হামলা চালিয়েছে একদল বন্দুকধারী। এতে মন্ত্রী গুলিবিদ্ধ হলেও প্রাণে বেঁচে গেছেন। তবে মারা গেছেন সঙ্গে থাকা তার মেয়ে ও গাড়িচালক। উগান্ডান সেনাবাহিনীর মুখপাত্র ও স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করেছে। ছবি: সংগৃহীত