আজকের আলোচিত ছবি : ৩০ মে ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
অভ্যন্তরীণ প্রশিক্ষণের অংশ হিসেবে আজ বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকায় সরকারি কর্মচারীদের সেবা প্রদান ও দক্ষতা বৃদ্ধির জন্য আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান। ছবি: সংগৃহীত
-
আজ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি আজ সকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে মাসিক এডিপি পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন। মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এতে অংশগ্রহণ করেন। ছবি: সংস্কৃতি মন্ত্রণালয়
-
অবিলম্বে হল-ক্যাম্পাস খুলে দেয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। আজ সকাল ১১টায় রাজধানীর নীলক্ষেত মোড়ে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান তারা। ছবি: জাগো নিউজ
-
মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন,- দেশের মার্কেট, শপিংমল থেকে শুরু করে সবকিছু চালু থাকলেও শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। অনেক শিক্ষার্থী টিউশনি করিয়ে নিজের খরচ চালাতেন এখন তারা আর্থিক সংকটে পড়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। ছবি: জাগো নিউজ
-
ঘূর্ণিঝড় ইয়াসের প্রাদুর্ভাবে সারা দেশের নদ-নদীতে বৃদ্ধি পেয়েছে পানি। তেমনি মেঘনা নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে প্রায় ৩ ফুট। এছাড়া গত দুইদিন থেমে থেমে কয়েকবার বৃষ্টি হয়েছে। এতেই নতুন স্বপ্নে বুক বাঁধতে শুরু করেছেন মেঘনার জেলেরা। ছবি: জাগো নিউজ
-
বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ শব্দ বাদ দেয়ায়, কার্যত ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া বলে মন্তব্য করেছেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। আজ দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি তোলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
কানাডায় টরোন্টো শহরের কাছাকাছি পিল এলাকায় গোলাগুলির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও চারজন। পুলিশ হতাহতের খবর নিশ্চিত করেছে। ছবি: সংগৃহীত