আজকের আলোচিত ছবি : ২৮ মে ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
করোনা মহামারিতে কর্মহীন শ্রমিকদের খাদ্য, চিকিৎসা, অর্থ সহায়তা এবং শ্রমিকদের রেশন, স্বল্পমূল্যে আবাসন ও সার্বজনীন পেনশন চালু করতে বাজেটে বিশেষ বরাদ্দ প্রদানের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়। ছবি: জাগো নিউজ
-
ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার উপকূলীয় এলাকায় শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণ ও সুপেয় পানির ব্যবস্থা করার দাবি জানিয়েছে আমরা বন্ধু ফাউন্ডেশন ও ঢাকাস্থ শ্যামনগরবাসী। ছবি: বিপ্লব দিক্ষৎ
-
আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে সাতক্ষীরার উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ নির্মাণের দাবি জানানো হয়। ছবি: জাগো নিউজ
-
আজ জাতীয় প্রেসক্লাবের সামনে গুম হওয়া স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর আয়োজনে মানববন্ধন করা হয়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
‘মায়ের ডাক’-এর আয়োজনে মানববন্ধনে ‘গুম’ হয়ে যাওয়া দের ছবি নিয়ে উপস্থিত হন স্বজনরা। ছবি: জাগো নিউজ
-
আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে সিএলএনবি’র উদ্যোগে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: জাগো নিউজ
-
বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে আঘাত হানা ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উত্তাল হয়ে উঠেছিল বঙ্গোপসাগর। এখন সমুদ্র শান্ত। তবে ঘূর্ণিঝড়ের তাÐবের চিহ্ন রয়ে গেছে পশ্চিমবঙ্গে সমুদ্র তীরবর্তী শহর দিঘায়। ছবি: সংগৃহীত
-
ফরিদপুর সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শেষবর্ষের ছাত্র অনল কুমার দাস। তিনি লেখাপড়ার পাশাপাশি টিউশনির অর্থ জমিয়ে একটি দৃষ্টিনন্দন একতলা বাড়ি নির্মাণ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। ছবি: জাগো নিউজ