আজকের আলোচিত ছবি : ২৬ মে ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ব্রাহ্মণবাড়িয়ার তিনটি উপজেলায় ৪৯৫ হেক্টর ও অন্যান্য উপজেলায় ১৫ হেক্টর জমিতে এ বছর লিচু চাষ হয়েছে। জেলা কৃষি বিভাগ বলছে, চলতি বছর প্রায় সাড়ে ১৫ কোটি টাকার লিচু বিক্রি হবে। ছবি : আবুল হাসনাত মো. রাফি
-
পাখির কৃত্রিম বাসস্থানের জন্য গাছে গাছে কলস বেঁধে দেয় পরিবেশ উন্নয়ন পরিবার। এ পর্যন্ত ২ হাজার কলস স্থাপন করেছে সংগঠনটি। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাইগুনি থেকে ছবিটি তোলা। ছবি : সাজেদুর আবেদীন শান্ত
-
শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বিপর্যস্ত পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। এর মধ্যেই বন থেকে একটি বাঘ বেরিয়ে এসেছে লোকালয়ে।
-
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আগামী ১২ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ১৩ জুন থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। ছবি : সংগৃহীত
-
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে অতি জোয়ার বা জলোচ্ছ্বাসে বাংলাদেশের উপকূলীয় ৯ জেলার ২৭ উপজেলার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি : জাগো নিউজ