আজকের আলোচিত ছবি : ২৫ মে ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাজধানীর আজিমপুর কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী। আজ বেলা ১১টার পর তার দাফন কার্যক্রম শুরু হয়। এর আগে সকাল ৯টা ৫০ মিনিটের দিকে হাবীবুল্লাহ সিরাজীর মরদেহ শেষ শ্রদ্ধা জানানোর জন্য বাংলা একাডেমি প্রাঙ্গণে আনা হয়। ছবি: জাগো নিউজ
-
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বৃদ্ধি পেয়েছে উপকূলীয় জেলা পিরোজপুরের কঁচা, বলেশ্বর, সন্ধ্যা ও কালিগঙ্গাসহ সব নদীর পানি। ছবি: জাগো নিউজ
-
জোয়ারের পানিতে তলিয়ে গেছে পিরোজপুরের অনেক অঞ্চল। ছবি: জাগো নিউজ
-
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে তলিয়ে গেছে বাগেরহাটের নিম্নাঞ্চল। আজ সকাল থেকে জেলার দুবলা, শরনখোলা, মোড়েলগঞ্জ ও মোংলার বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি ও দমকা হাওয়া অব্যাহত রয়েছে। বলেশ্বর, পানগুছি, ভৈরব ও পশুর নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। ছবি: জাগো নিউজ
-
ভারতে শক্তি বাড়িয়ে ক্রমশ স্থলভাগের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। আগামী কয়েক ঘণ্টার মধ্যে তা আরও শক্তি সঞ্চয় করবে। স্থলভাগে আছড়ে পড়ার সময় ইয়াসের বেগ ঘণ্টায় সর্বোচ্চ ১৮৫ কিলোমিটার থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ছবি: সংগৃহীত