আজকের আলোচিত ছবি : ২৪ মে ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানা ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘সাধারণ শিক্ষার্থী’র ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য দাবি জানান শিক্ষার্থীরা। ছবি: জাগো নিউজ
-
স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলাচল শুরু হয়েছে। রাজধানীর কমলাপুর রেলস্টেশনে গিয়ে আজ সকালে এমন দৃশ্য দেখা গেছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
পরিষ্কার-পরিচ্ছন্ন কমলাপুর রেলস্টেশন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
আজ সচিবালয়ে ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি সভায় প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান বক্তব্য রাখেন। এ সময় ঘূর্ণিঝড় ‘ইয়াস’-মোকাবিলায় বিভিন্ন দিকনিদের্শনা দেন। ছবি: জাগো নিউজ
-
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানবিরোধীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ২০ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গত রোববার দেশটির পূর্বাঞ্চলীয় শান রাজ্যের একটি পুলিশ স্টেশনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অভ্যুত্থানবিরোধীরা পুলিশের চার সদস্যকে জিম্মি করে। পরে পুলিশ স্টেশনটিও পুড়িয়ে দেয় তারা। ছবি: সংগৃহীত
-
ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে অথবা পবিত্র জেরুজালেম শহরে ফিলিস্তিনিদের ওপর নতুন করে কোনো হামলার চেষ্টা করলে তার যোগ্য জবাব দিতে প্রস্তুত রয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। গত রোববার সংগঠনটির অন্যতম মুখপাত্র আবদুল লতিফ কানু স্থানীয় একটি রেডিওকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন। ছবি: সংগৃহীত