আজকের আলোচিত ছবি : ২০ মে ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ভারতে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন দুই লাখ ৭৬ হাজার ৭০ জন। এ নিয়ে দেশটিতে টানা চারদিন দৈনিক সংক্রমণ তিন লাখের নিচে রয়েছে। একই সময়ে মারা গেছেন তিন হাজার ৮৭৪ জন, যা গতকালের রেকর্ড সাড়ে চার হাজার মৃত্যুর থেকে কম। এ নিয়ে ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই লাখ ৮৭ হাজার ১২২ জনে। ছবি : সংগৃহীত
-
ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের একজন সিনিয়র কর্মকর্তা আশা প্রকাশ করেছেন, ইসরায়েল ও হামা দুই-একদিনের মধ্যেই যুদ্ধবিরতিতে একমত হবে। তবে বৃহস্পতিবার পর্যন্ত দুই পক্ষ থেকেই হামলা অব্যাহত রয়েছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু বুধবার বলেছেন, ইসরায়েলিদের জন্য শান্তি ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যেতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ। ছবি : সংগৃহীত
-
ফুটফুটে এক নবজাতক পড়ে ছিল রাস্তার পাশে। জন্মের পর তার নাড়িও কাটা হয়নি। খবর পেয়ে একদিনের ওই কন্যাশিশুটিকে উদ্ধার করে পুলিশ। এরপর নবজাতকের দায়িত্ব দেয় এক কৃষক পরিবার। ছবি: জাগো নিউজ
-
চাঁদপুরে ‘কৃষকের অ্যাপে’ মাত্র তিন হাজার কৃষক নিবন্ধন করেছেন। এতে ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ছবি: জাগো নিউজ
-
আদিবাসী চা শ্রমিকদের নিয়ে দেশের একমাত্র সাংস্কৃতিক সংগঠন প্রতীক থিয়েটার। এটি ১৯৮৬ সালের ১৪ এপ্রিল হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে প্রতীক থিয়েটারের সভাপতির দায়িত্বে রয়েছেন পল্লী চিকিৎসক আদিবাসী চা শ্রমিক সুনীল বিশ্বাস। ছবি: জাগো নিউজ