আজকের আলোচিত ছবি : ১৬ মে ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ঈদে বাড়ি ফেরা দেশের দক্ষিণাঞ্চলের মানুষ মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট দিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে। সব ফেরি চালু থাকায় যাত্রীদের ভোগান্তি কমেছে। ছবি: জাগো নিউজ
-
আজ সকাল থেকে ঘাটে যাত্রী ও যানবাহনের ভিড়। দূরপাল্লার যানবাহন না থাকায় ঘাটে পৌঁছতে ও ফেরি পার হয়ে কর্মস্থলে যেতে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। ছবি: জাগো নিউজ
-
অভ্যন্তরীণ গণপরিবহন, প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলে ভেঙে ভেঙে অতিরিক্ত ভাড়া দিয়ে ফিরছেন তারা। সরেজমিনে পাটুরিয়া ঘাটে দেখা গেছে, ঘাট থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরিতেই যাত্রীর ভিড়। ফেরিগুলোতে স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই ছিল না। ছিল না প্রশাসনের তৎপরতাও। ছবি: জাগো নিউজ
-
বিআইডাব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট হয়ে প্রায় লাখ মানুষ বাড়ি গেছে। ঈদ শেষে তারাই আবার ফিরতে শুরু করেছেন। ছবি: জাগো নিউজ
-
ঈদুল ফিতরের তিনদিনের ছুটি শেষে খুলেছে সরকারি-বেসরকারি অফিস। সচিবালয়ের আজকে সকালের চিত্র। ছবি: জাগো নিউজ
-
ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চলছে দূরপাল্লার বাস। আজ সকাল থেকেই ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ। এ সুযোগে এই মহাসড়কে বেড়েছে ঢাকাগামী দূরপাল্লার বাসের চাপ। ছবি: জাগো নিউজ
-
সমুদ্রপাড়ের আমেজ মিলবে মুন্সিগঞ্জের সীমান্ত সংলগ্ন সোনারগাঁওয়ের চিরকিশোরগঞ্জ গজারিয়াঘাট মেঘনা নদীর তীরে। ঈদ উদযাপনে মুন্সিগঞ্জ জেলা সদরের মানুষের অন্যতম স্পটে হয়ে উঠেছে স্থানটি। ছবি: জাগো নিউজ
-
গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর হামলার প্রতিবাদে যুক্তরাজ্যের লন্ডনে শনিবার হাজার হাজার মানুষ ইসরায়েলি দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীদের মধ্যে কয়েকজনকে আটক করেছে পুলিশ। ছবি: সংগৃহীত