আজকের আলোচিত ছবি : ১৫ মে ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ঈদের পরদিনও শিমুলিয়া থেকে দক্ষিণাঞ্চলের যাত্রীর চাপ বেশি। চাপ সামাল দিতে আজও খালি ফেরি বাংলাবাজার থেকে শিমুলিয়ার উদ্দেশে পাঠানো হচ্ছে। ছবি: জাগো নিউজ
-
এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকামুখী যাত্রীর চাপ বাড়ছে। উভয়মুখী যাত্রীর চাপ বাড়ায় ফেরি কম যানবাহন নিয়ে পার হচ্ছে। ছবি: জাগো নিউজ
-
পদ্মা পাড়ের উভয় ঘাটেই যাত্রী বেড়েছে। তবে ঈদে কর্মস্থলমুখী যাত্রীর চেয়ে এখনো বাড়ি ফেরা যাত্রীর পরিমাণ অনেক বেশি। ছবি: জাগো নিউজ
-
ভালো নেই সদরঘাটের মাঝিরা। ঈদে যাত্রী কম থাকায় তেমন ভাড়া পাচ্ছেন না তারা। ভাড়া কম পাওয়ায় তাদের এখন থাকা-খাওয়ায় কষ্টকর হয়ে যাচ্ছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
অসহায় হয়ে সরকারের কাছে সহযোগিতা কামনা করেছেন সদরঘাটের মাঝিরা। আজ সদরঘাটের নৌ ঘাটে গিয়ে দেখা যায়, অনেক মাঝি ভাড়া না পেয়ে বসে আছেন। সরকারঘোষিত বিধিনিষেধের (লকডাউন) কারণে তারা গ্রামেও যেতে পারেনি। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলবিরোধী উত্তেজনা ছড়িয়ে পড়ছে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতেও। ইতোমধ্যেই ইসরায়েল সীমান্তে হানা দিয়েছেন জর্ডান ও লেবাননের ফিলিস্তিনিপন্থীরা। যোগ দিয়েছেন সিরিয়ার বাসিন্দারাও। ছবি: সংগৃহীত
-
গত পাঁচ মাস ধরে রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীর প্রবেশ বন্ধ রয়েছে। ঈদ বিনোদনে ঢাকাবাসীর প্রধান বিনোদনকেন্দ্র হওয়ায় ঈদের দিন থেকে চিড়িয়াখানায় উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ