আজকের আলোচিত ছবি : ১১ মে ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানা ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রেললাইনের ওপর দিয়ে দেশের ইতিহাসে প্রথমবারের মতো চলছে মেট্রোরেল। আজ রাজধানীর উত্তরার ডিপোতে বাংলাদেশের মেট্রোরেলের প্রথম ট্রেন সেটটি চলেছে। এর মধ্যে দিয়ে বাংলাদেশ বিদ্যুৎচালিত ট্রেনের যুগে প্রবেশ করল। ছবি: জাগো নিউজ
-
শেষ মুহূর্তে ঈদের কেনাকাটায় ব্যস্ত রাজধানীবাসী। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
রাজধানীর বিভিন্ন স্থানে আকর্ষণীয় বর্ণিল মুরগির ছানা বিক্রি হচ্ছে। ঈদ সামনে রেখে একশ্রেণির ব্যবসায়ী ক্রেতাদের আকৃষ্ট করতে, বিশেষ করে শিশুদের নজরে আনতে মুরগির ছানাকে বিভিন্ন রঙ করে দোকানে দোকানে সরবরাহ করছে। ছবি: জাগো নিউজ
-
সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটা নিয়ে পরিবেশবিদ ও নগরবিদসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করবে সরকার। তাদের মতামতের ভিত্তিতে প্রয়োজনে প্রকল্প এলাকার নকশা পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ছবি: জাগো নিউজ
-
আজ দুপুর ১২টায় রাজধানীর আমিনবাজার ব্রিজে একটি ময়লার গাড়িতে বগুড়ার যাত্রী নিতে দেখা যায়। গাড়িটি ঢাকার গাবতলী থেকে ফিরছিল। গাড়ি থেকে নেমে একজন ‘বগুড়া তিনশ করে’ হাঁকডাক শুরু করেন। ছবি: জাগো নিউজ
-
ঈদ উপলক্ষে রাজধানীর গুলিস্তানে নতুন টাকা বিক্রি হচ্ছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
মহামারি করোনাভাইরাসের প্রকোপ রোধে দেশজুড়ে ছয় মাসের লকডাউন জারি করে স্পেন সরকার। দীর্ঘদিন পর গত শনিবার মধ্যরাতে বন্দিদশা থেকে মুক্ত হয়েছে দেশটির ১৭টির অধিকাংশ অঞ্চলের মানুষ। লকডাউন শেষ হওয়ার পর থেকে স্পেনে উৎসব চলছে। ছবি: সংগৃহীত
-
রাশিয়ায় একটি স্কুলে বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। স্কুলটিতে কমপক্ষে ছয়-সাতজনকে এক বন্দুকধারী জিম্মি করে রেখেছে বলে আশঙ্কা করা হচ্ছে। ছবি: সংগৃহীত