জমজমাট ফুটপাতে ঈদের কেনাকাটা
আজ ঈদুল ফিতরের আগে শেষ শুক্রবার। সবার ছুটির দিন। তাই অন্যান্য দোকানের পাশাপাশি ভিড় বেড়েছে রাজধানীর ফুটপাতের দোকানগুলোতে। ছবিতে দেখুন ফুটপাতের ঈদের কেনাকাটা।
-
এবারের ঈদে ফুটপাতের ব্যবসায়ীদের বেচা-বিক্রি তুলনামূলক ভালো। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
প্রচণ্ড গরম উপেক্ষা করে ফুটপাতের দোকান থেকে কেনাকাটা করতে দেখা গেছে ক্রেতাদের। বিশেষ করে স্বল্প আয়ের মানুষের কেনাকাটার প্রধান পছন্দ হয়ে উঠেছে রাজধানীর ফুটপাতের বাজারগুলো। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
খিলগাঁও তালতলা মার্কেটে দেখা যায়, মার্কেটের ভেতরের চেয়ে মাঝখানের ফুটপাতগুলোতে ক্রেতাদের ভিড় বেশি। সিটি কর্পোরেশনের এ মার্কেটের আশেপাশে খালি ফুটপাতগুলো এখন গমগম করছে ক্রেতা-বিক্রেতাদের পাদচারণায়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
শত শত মানুষ ভিড় করছেন তুলনামূলক কম দামে পণ্য কেনার জন্য। তাই সারাক্ষণই হাঁকডাকে সরগরম প্রতিটি দোকান। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
মালিবাগের ফুটপাতে শার্ট ও প্যান্টের পসরা সাজিয়ে বসেছেন জনক দাস নামে এক ব্যবসায়ী। তিনি জানান, বিক্রি ভালোই হচ্ছে। পুলিশি কড়াকড়ি নেই তেমন। সকাল থেকেই ক্রেতা আসতে শুরু করেছেন। মাঝে জুমার নামাজের সময় বিক্রি সাময়িক বন্ধ ছিল। তবে নামাজের পর আবার ক্রেতা সমাগম বেড়েছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ফুটপাতের বিক্রিও ততই বাড়ছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
আশেপাশের এলাকায়, এমনকি ফুট ওভারব্রিজের ওপরে শতশত হকার তাদের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ