আজকের আলোচিত ছবি : ৬ মে ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটার প্রতিবাদ করছেন পরিবেশবাদী সংগঠনের সদস্যরা। ছবি: জাগো নিউজ
-
দীর্ঘ ২২ দিন পর সারাদেশে চলাচল শুরু করেছে গণপরিবহন। রাজধানীর একটি রুটের বাসে উঠে দেখা গেছে যাত্রীরা স্বাস্থ্যবিধি মানছেন। ছবি: মাহবুব আলম
-
গণপরিবহন চালুর প্রথম দিনে আজ রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা গেছে। ছবি: মাহবুব আলম
-
ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী নিতে তুলতে কোনো বাসে দেখা যায়নি। ছবি: মাহবুব আলম
-
রাজধানীর নিউমার্কেটের একটি দোকানে ঈদের কেনাকাটা চলছে। আজ সাকলের দিকে দোকানটিতে গিয়ে এমন দৃশ্য দেখা যায়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
স্বাস্থ্যবিধি পরিপালন ও মাস্ক পরা নিশ্চিত করতে রাজধানীর বেইলি রোড এলাকার বিভিন্ন শপিংমলে অভিযান চালায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভ্রাম্যমাণ আদালত। মাস্ক না পরায় বেইলি রোডের বিভিন্ন শপিংমলের ব্যবসায়ী ও ক্রেতাদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
নাটোরের লালপুর উপজেলার বিলশলিয়া এলাকায় সরকারি এক কর্মকর্তা ও তার পরিবার কর্তৃক খাসজমি দখল ও পানি প্রবাহের ব্রিজ সংলগ্ন স্থানে খননকৃত পুকুর ভরাট শুরু হয়েছে। ছবি: সংগৃহীত
-
ভারতের বাকি রাজ্যগুলো মতো প্রবলভাবে না হলেও করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে সিকিমেও। আজ থেকে সেখানে শুরু হয়েছে এই বিধিনিষেধ। আগামী ১৬ মে পর্যন্ত তা জারি থাকবে বলে জানিয়েছে সিকিম সরকার। ছবি: আনন্দবাজার