আজকের আলোচিত ছবি : ৪ মে ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাজধানীর অন্যতম বৃহৎ শপিং কমপ্লেক্স বসুন্ধরা শপিংমলে ঈদের কেনাকাটা জমে উঠেছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
বসুন্ধরা শপিংমলের সামনে আজকের সকালের দৃশ্য। নগরবাসী ঈদের জন্য পছন্দের কেনাকাটা করতে এখনে আসেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ঈদ সামনে রেখে খোলা থাকা মার্কেট ও দোকানপাটে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার কথা বলা হলেও অনেকেই তা মানছেন না। এজন্য স্বাস্থ্যবিধি মানাতে অভিযানে নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আজ দুপুরে রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে অভিযান চালিয়ে ১৭ জনকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করেছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। ছবি: জাগো নিউজ
-
চলতি বছর করোনার সংক্রমণ বাড়ায় সারাদেশে চলছে বিধিনিষেধ। করোনাভীতি ও গণপরিবহনের অভাবে চলতি বছর ঈদ মৌসুমে জমজমাট হয়ে ওঠেনি মিরপুরের বেনারসি পল্লী। ক্রেতা না থাকায় দোকানগুলোতে অলস সময় পার করছেন বিক্রেতারা। ছবি: জাগো নিউজ
-
ব্যবসায়ীরা বলছেন, ঈদ মৌসুমে ভারতের ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় এবার দেশীয় বেনারসি বিক্রি বাড়ার আশা করছিলেন তারা। কিন্তু করোনা ও লকডাউন পরিস্থিতি সব এলোমেলো করে দিয়েছে। ছবি: জাগো নিউজ
-
এভাবে চলতে থাকলে ব্যবসা ছাড়তে বাধ্য হবেন তারা। আজ মিরপুর-১০ নম্বরের একাধিক দোকান ঘুরে এমন চিত্র দেখা গেছে। দুপুর ১টায় বেনারসি রূপশ্রীনগর শাড়ির দোকানে একজন ক্রেতাকে শাড়ি বাছাই করতে দেখা যায়। ছবি: জাগো নিউজ
-
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে রাজধানী ঢাকায় নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে কৃষক লীগ। আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মাঠে ৫০০ জনের মাঝে ঈদ সামগ্রী দেয় সংগঠনটি। এতে ছিল চাল, আটা, সেমাই, চিনি, তেল ও আলু। ছবি: জাগো নিউজ
-
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। বিদ্রোহীরা হামলার সময় গ্রামের বাড়ি-ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। সে সময় পালানোর চেষ্টা করা লোকজনকে এলোপাতাড়ি গুলি করা হয়। ছবি: সংগৃহীত
-
মেক্সিকো সিটিতে ব্যস্তক রাস্তার ওপর ট্রেনসহ একটি রেলওয়ে ওভারপাস ভেঙে পড়ার ঘটনায় প্রাণহানির সংখ্যা ক্রমেই বাড়ছে। এখন পর্যন্ত এ দুর্ঘটনায় ২৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৬৫ জন। ছবি: সংগৃহীত