আজকের আলোচিত ছবি : ২৯ এপ্রিল ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
লকডাউনের কারণে গণপরিবহন চলাচল না করায় সিএনজির চাহিদা বেড়েছে। গন্তব্যে যাওয়ার জন্য রাজধানীবাসীর এখন যেন জন্য সিএনজি ও রিকশাই একমাত্র ভরসা। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
মার্কেট খোলা থাকলেও ক্রেতাদের উপস্থিতি তেমন একটা নেই। আজ সকালে রাজধানীর একটি মার্কেটের সামনের চিত্র। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
নিজ নিজ গন্তব্যে যাওয়ার জন্য গাড়ির অপেক্ষায় আছেন এই সব মানুষ। আজ দুপুরে রাজধানীর পল্টন এলাকা থেকে এই ছবি তোলা হয়েছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
একটি সিএনজিকে ঘিরে ছয়জন মানুষ। তারা প্রত্যেকেই নিজ নিজ গন্তব্যে যাওয়ার জন্য সিএনজিটি ভাড়া নিতে চাইছেন। লকডাউনের এ সময় রাজধানীর বিভিন্ন সড়কে এমন দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
রাজধানীতে চলমান লকডাউনে গণপরিবহন ছাড়া সড়কে সব ধরনের পরিবহন চলছে। গাড়ির চাপে কিছু কিছু সড়কে যানজটও সৃষ্টি হচ্ছে। এছাড়া বিভিন্ন অজুহাতে রাস্তায় বের হচ্ছে মানুষ, যাদের বেশিরভাগই স্বাস্থ্যবিধি মানছে না। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ভারতের দিল্লি এখন এক মৃত্যুপুরী। মানুষের মৃত্যুর সারি এখানে এতই দীর্ঘ হচ্ছে যে, তাদের দাহ করতে পেতে হচ্ছে বেগ। শহরের শ্মশানগুলো এখন আর খালি নেই। সেখানে মরদেহের দীর্ঘ লাইন। ছবি: সংগৃহীত