আজকের আলোচিত ছবি : ২৬ এপ্রিল ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। ছবি: জাগো নিউজ
-
মামনুল হকের শুনানীর কারণে সকাল থেকেই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আশপাশের এলাকা ঘিরে সাধারণ লোকজন, আইনজীবী এবং বিচারপ্রার্থীদের কঠোর তল্লাশির আওতায় রাখা হয়। নিরাপত্তার জন্য পুলিশকে সতর্ক অবস্থায় রাখা হয়। ছবি: জাগো নিউজ
-
আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ নামের একটি সংগঠন ধর্মীয় ও রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি, জঙ্গিবাদী ও রাষ্ট্রবিরােধী কর্মকাণ্ড পরিচালনার দায়ে হেফাজতে ইসলামকে স্থায়ীভাবে নিষিদ্ধের দাবি জানিয়েছে। ছবি: জাগো নিউজ
-
আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ সংবাদ সম্মেলনে কওমী মাদরাসাগুলো সরকারি নিয়ন্ত্রণের পাশাপাশি মানসম্মত কারিকুলাম প্রণয়ন এবং ধর্মীয় স্থাপনা জঙ্গিবাদ মুক্তকরণের দাবিও জানায়। ছবি: জাগো নিউজ
-
প্রচণ্ড গরম পড়ছে কয়েকদিন ধরে। আজ দুপুরের দিকে রাজধানীর একটি সড়কে এক পথচারীকে গরম থেকে রক্ষা পেতে এভাবে জামা খুলে হাঁটতে দেখা গেছে। ছবি: জাগো নিউজ
-
ভারতের এই ছবিটি আজ ভাইরাল হয়েছে। জানা গেছে করোনা আক্রান্ত স্বামীকে নিয়ে স্ত্রী বিভিন্ন হাসপাতালে ঘুরেও কোনো প্রকার অক্সিজেন, বেড কিছুই পাননি। শেষ চেষ্টা হিসেবে স্ত্রী স্বামীর মুখে নিজের মুখ লাগিয়ে শ্বাস দেয়ার চেষ্টা করেন। তবে তাকে আর বাঁচানো যায়নি। স্ত্রীর কোলেই মৃত্যুর মুখে ঢলে পড়েন স্বামী। ছবি: সংগৃহীত