আজকের আলোচিত ছবি : ২২ এপ্রিল ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ কেন্দ্রীয় শহীদ মিনারে ‘লকডাউনে মানুষের হাহাকার বন্ধে- ঘরে ঘরে খাদ্য পৌঁছাও নাগরিক প্রতিকী অবস্থান’ শীর্ষক এক কর্মসূচি পালন করা হয়। ছবি: জাগো নিউজ
-
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে অন্যদের মধ্যে ড. রেজা কিবরিয়া, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রমুখ। ছবি: জাগো নিউজ
-
করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউনের মধ্যে সচিবালয়ে মন্ত্রণালয় ও বিভাগগুলোর জরুরি সেবা দেয়া শাখাগুলো খোলা রয়েছে। তবে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি খুবই কম। ছবি: জাগো নিউজ
-
লকডাউনের মধ্যে রাজধানীর গুলিস্তান এলাকার জিরো পয়েন্ট এলাকার চিত্র। ছবি: জাগো নিউজ
-
রাজধানীর অনেক রাস্তায় জ্যামও দেখা গেছে। ছবি: জাগো নিউজ
-
লকডাউন সফল করতে রাজধানীর বিভিন্ন সড়কে পুলিশ সদস্যরা চেষ্টা চালাচ্ছেন। ছবি: জাগো নিউজ
-
পাকিস্তানের কোয়েটা শহরের একটি বিলাসবহুল হোটেলে বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১২ জন। এদিন দেশটির কোয়েটা সেরেনা হোটেলের পার্কিং লটে শক্তিশালী বোমা বিস্ফোরণ হয়েছে বলে নিশ্চিত করেছেন সরকারি কর্মকর্তারা। ছবি: সংগৃহীত