আজকের আলোচিত ছবি : ১৬ এপ্রিল ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাজধানীর কারওয়ান বাজার ও নিউমার্কেটে সরেজমিনে দেখা গেছে, লকডাউন স্বত্ত্বেও বাজারে বিপুল সংখ্যক ক্রেতার উপস্থিতি। ক্রেতাদের অধিকাংশের মুখেই মাস্ক দেখা গেলেও এই তুলনায় বিক্রেতাদের মুখে মাস্কের সংখ্যা খুবই কম। ছবি: জাগো নিউজ
-
দিনের বেশিরভাগ সময়ই অন্য সব রাস্তা ফাঁকা থাকলেও ব্যস্ততা কমে না রাজধানীর মতিঝিল এলাকায়। কর্মদিবসে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের ভিড় লেগেই থাকে। আর সাপ্তাহিক ছুটির দিনগুলোতে বসে ভাসমান দোকান। কিন্তু সরকারঘোষিত কঠোর লকডাউনের তৃতীয় দিনে রাজপথে মানুষ নেই। ছবি: জাগো নিউজ
-
মাতিঝিলের শাপলা চত্ত্বরের চেকপোস্টটিও ফাঁকা দেখা যায়। ছবি: জাগো নিউজ
-
আজ রাজধানীর মসজিদগুলোতে জুমার নামাজের জন্য মুসল্লিদের ঢল নামে। নামাজ পড়তে আসা বেশিরভাগ মুসল্লি মাস্ক পরে এলেও জায়গার অভাবে সামাজিক দূরত্ব বজায় রাখতে দেখা যায়নি। ছবি: জাগো নিউজ
-
লকডাউনের তৃতীয় দিনে আজ দুপুরে রাজধানীর বাটা সিগন্যাল এলাকার দৃশ্য। ছবি: জাগো নিউজ
-
নাটোরের লালপুরে পদ্মা নদীতে ধরা পড়েছে ২৯ কেজি ওজনের বাঘাইড় মাছ। লিটন নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে। মাছটি বিক্রির জন্য আজ নটোরের কেন্দ্রীয় মসজিদের সামনে ভ্যানে করে নিয়ে আসেন ফজলুর রহমান নামের এক মাছ ব্যবসায়ী। ছবি: জাগো নিউজ
-
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের সবচেয়ে জনবহুল শহর ইন্ডিয়ানাপোলিসে বন্দুকধারীর হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। ছবি: রয়টার্স