আজকের আলোচিত ছবি : ১৫ এপ্রিল ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
লকডাউনের কারণে রাজধানীতে এবারের রমজানে ইফাতার সামগ্রীর বাজার গত বছরের চেয়ে কম। বিভিন্ন সড়কে ইফতারির বাজার বসলেও ক্রেতা খুবই কম। ছবি: জাগো নিউজ
-
দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে কর্মব্যস্ততা বেড়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাভুক্ত রায়েরবাজার কবরস্থানের কর্মীদের। মরদেহ সমাহিত করতে খুঁড়তে হচ্ছে নতুন নতুন কবর। ছবি: জাগো নিউজ
-
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের যেসব কবরে সমাহিত করা হয় সেগুলো খোঁড়া হয় এক্সক্যাভেটর (ভেকু) মেশিন দিয়ে। এরপর যথাযথ সর্তকতা অবলম্বন করে মরদেহ সমাহিত করা হয় বলে জানান কর্মীরা। ছবি: জাগো নিউজ
-
এই মটোরসাইকেল আরোহীকে লকডাউনের মধ্যে বাইরে বের হওয়ার কারণ জানতে চাইছেন পুলিশ সদস্য। ছবি: জাগো নিউজ
-
রাজধানীর পুরান ঢাকার লালবাগের হরনাথ ঘোষ রোডের সামনে শত শত নারী-পুরুষের পৃথক দুটি দীর্ঘ লাইন। তাদের সবার হাতে ‘নবীন বাংলাদেশ’ লেখা একটি প্রতিষ্ঠানের কার্ড। ছবি: জাগো নিউজ
-
ভলান্টিয়ার কয়েকজনের তদারকিতে সুশৃঙ্খলভাবে সকলেই এগিয়ে যাচ্ছেন এবং তাদের হাতে একটি করে ইফতারের প্যাকেট তুলে দেয়া হচ্ছে। সাদা পাঞ্জাবি পায়জামা পরিহিত এক যুবকসহ কয়েকজন কার্ড দেখে দেখে ইফতারি তুলে দিচ্ছেন। ছবি: জাগো নিউজ
-
মিয়ানমারে গণতন্ত্রপন্থী চিকিৎসাকর্মীদের একটি বিক্ষোভে গুলি চালিয়েছে জান্তা-নিয়ন্ত্রিত নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার সকালে দেশটির মান্দালয় শহরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ছবি: সংগৃহীত