আজকের আলোচিত ছবি : ১১ এপ্রিল ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রফতানিমুখী তৈরি পোশাকখাতসহ বস্ত্রখাতের অন্যান্য সহযোগী শিল্পসমূহকে লকডাউনের আওতামুক্ত রাখার দাবি জানিয়েছেন এ খাতের শিল্পোদ্যোক্তারা। আজ দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে পোশাকখাতের বর্তমান অবস্থা নিয়ে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমইএ ও ইএবি’র যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। ছবি: জাগো নিউজ
-
করোনা পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল বেঞ্চের সংখ্যা বাড়ানো এবং অধস্তন আদালত খুলে জামিনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে শুনানির অনুমতি দেয়ার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের সাধারণ আইনজীবীরা। আজ সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের পক্ষ থেকে এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রধান বিচারপতি বরাবর চিঠি দেয়া হয়। ছবি: জাগো নিউজ
-
মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাটে ঘরমুখী মানুষের চাপ বেড়েছে। আজ সকাল থেকে ঢাকামুখী যাত্রীদের উপস্থিতি বেশি থাকলেও দুপুর থেকে ঘাটে দক্ষিণবঙ্গগামী মানুষের চাপ বাড়তে থাকে। ছবি: জাগো নিউজ
-
শিমুলিয়াঘাট সূত্র জানায়, ঘাট এলাকায় তিন শতাধিক ব্যক্তিগত ও শতাধিক পণ্যবাহী যানবাহন অবস্থান করছে। ছবি: জাগো নিউজ
-
শিমুলিয়ায় সরেজমিনে দেখা যায়, পদ্মার শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় যাত্রীরা ফেরিযোগে নদী পারাপার করছেন। ঝুঁকি নিয়ে অনেক যাত্রী ট্রলারযোগে পদ্মা পাড়ি দিচ্ছেন। ছবি: জাগো নিউজ
-
যাত্রী ও যানবাহন পারাপারে নৌরুটে বর্তমানে ১৪টি ফেরি সচল রয়েছে। ছবি: জাগো নিউজ
-
ভারতে করোনা সংক্রমণের বিরুদ্ধে লড়তে আজ থেকে শুরু হচ্ছে চার দিনের ‘টিকা উৎসব’। ছবি: সংগৃহীত