আজকের আলোচিত ছবি : ১০ এপ্রিল ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাজধানীর মিরপুর রোডের সায়েন্স ল্যাবরেটরি, ঢাকা কলেজ, নিউমার্কেট ওভারব্রিজ, গাউছিয়া, চাঁদনি চক ও ধানমন্ডি হকার্স মার্কেট এলাকার রাস্তায় অসংখ্য যানবাহন ও মানুষের ভিড় দেখা গেছে। কেউ মানছে না স্বাস্থ্যবিধি। ছবি: জাগো নিউজ
-
এলিফ্যান্ট রোডেও মানুষের উপচেপড়া ভিড়। কারো মুখে মাস্ক আছে তো, কারো মুখে নেই, সামাজিক দূরত্ব তো দূরের কথা, গায়ে গা ঘেঁষে মানুষ ছুটছে যে যার গন্তব্যে। ছবি: জাগো নিউজ
-
স্বাস্থ্যবিধি মেনে নিউমার্কেটের একটি পোষাকের দোকানে কাপড় কিনছেন ক্রেতারা। ছবি: জাগো নিউজ
-
আজও কক্সবাজারের হিমছড়ি সৈকতে মৃত তিমি ভেসে এসেছে। এনিয়ে পরপর দুই দিনে দুইটি তিমি ভেসে আসে। ছবি: সংগৃহীত
-
এ বছর ঝালকাঠি জেলায় বাঙ্গির চাষ করা হয়েছে ৫০ হেক্টর জমিতে। এরমধ্যে জেলার সদর উপজেলায় ১০ হেক্টর, নলছিটি উপজেলায় ১৫ হেক্টর, রাজাপুরে ২০ হেক্টর ও কাঁঠালিয়ার পাঁচ হেক্টর জমিতে বাঙ্গি চাষ হয়েছে। ছবি: সংগৃহীত
-
পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের জমি অধিগ্রহণের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়ে ইসরায়েলি পুলিশের হাতে ব্যাপক মার খেয়েছেন ইসরায়েলেরই এক সংসদ সদস্য। গত শুক্রবার তাকে মারধরের এই দৃশ্যের ভিডিওটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। ছবি: সংগৃহীত