আজকের আলোচিত ছবি : ৯ এপ্রিল ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
কক্সবাজারের হিমছড়ি পয়েন্টে ঢেউয়ে ভেসে এসেছে একটি বড় মৃত তিমি। তবে এটির মৃত্যুর কারণ এখন পর্যন্ত জানা যায়নি। আজ দুপুর ১টায় স্থানীয়রা সাগরের পানিতে ভাসমান তিমিটিকে দেখতে পান। ছবি: জাগো নিউজ
-
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেনের সাথে ঢাকায় তার রাষ্ট্রীয় বাস ভবনে সাক্ষাৎ করেন। ছবি: জাগো নিউজ
-
করোনা সংক্রমণের কারণে এবার গোপালগঞ্জে বারুণী স্নানোৎসব ও মেলা প্রশাসন বন্ধ ঘোষণা করলেও সেখানে জড়ো হয়েছেন হাজার হাজার মতুয়া ভক্ত। কাশিয়ানী উপজেলার ওড়াকান্দির ঠাকুরবাড়িতে আজ সূর্য ওঠার আগেই স্নানোৎসবে যোগ দিতে দলে দলে এসেছেন মতুয়া সম্প্রদায়ের অনুসারীরা। ছবি: জাগো নিউজ
-
অমর একুশে বইমেলায় গিয়ে দেখা গেছে, দর্শনার্থীর সংখ্যা খুবই কম। তবে বইমেলায় যারা এসেছেন তাদের প্রায় প্রত্যেকেই স্বাস্থ্যবিধি মানছেন। ছবি: জগো নিউজ
-
লকডাউনের প্রথম দিন থেকেই বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে বন্ধ রয়েছে নৌ চলাচল। ফেরিতে শুধুমাত্র পণ্যবাহী পরিবহন ও অ্যাম্বুলেন্স পার করা হচ্ছে। তবে যাত্রী পারাপার বন্ধ থাকার কথা থাকলেও চলাচল থেমে নেই। ছবি: জাগো নিউজ
-
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি শিল্প এলাকায় বন্দুকধারীর গুলিতে একজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ব্রায়ান শহরের কেন্ট মুর ক্যাবিনেট নামে একটি প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত