আজকের আলোচিত ছবি : ৬ এপ্রিল ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ রাজধানীর মতিঝিলে করোনা নিয়ে জনসচেতনতা বৃদ্ধিতে অভিযান পরিচালনা করেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। এ সময় ভ্রাম্যমাণ আদালতে যারা মাস্ক ব্যবহার করেননি তাদেরকে জরিমানা করা হয়। ছবি: জাগো নিউজ
-
অভিযান চলাকালে তিনি জাগো নিউজকে বলেন, ‘আবু কালাম নামের ব্যক্তি মাস্কের ব্যবসা করেন। কিন্তু তিনি নিজেই মাস্ক পরেননি। সচেতনতা তৈরি ও করোনা সংক্রমণ রোধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়।’ ছবি: জাগো নিউজ
-
করোনার বিদ্যমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৮ দফা ও মন্ত্রিপরিষদ বিভাগের ১১ দফা নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের জন্য জনসচেতনতা বৃদ্ধি ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে অভিযান চালাচ্ছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। ছবি: জাগো নিউজ
-
বাংলা একাডেমির আয়োজনে চলছে অমর একুশে বইমেলা। করোনা পরিস্থিতির কারণে মেলায় বইপ্রেমীদের উপস্থিতি খুবই কম। ছবি: জাগো নিউজ
-
রাজধানীর কারওয়ান বাজারে করোনারভাইরাস প্রতিরোধে সচেতনামূলক মাইকিং করলেও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। ছবি: জাগো নিউজ
-
রাজধানীর মহাখালীতে চালু হচ্ছে দেশের সবচেয়ে বড় করোনা হাসপাতাল। ছবি: মুসা আহমেদ
-
ইন্দোনেশিয়া এবং এর প্রতিবেশী দেশ পূর্ব তিমুরে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত দেড় শতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকর্মীরা। ছবি: সংগৃহীত