আজকের আলোচিত ছবি : ৫ এপ্রিল ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
লকডাউনের প্রতিবাদে আজ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পুরান ঢাকার ইসলামপুরের ব্যবসায়ীরা। ইসলামপুর-পাটুয়াটুলি সড়ক অবরোধ করে কয়েকশ ব্যবসায়ী বিক্ষোভ করেন। ছবি: জাগো নিউজ
-
লকডাউনের প্রথম দিন রাজধানীর রাস্তা রিকশার দখলে। ছবি: বিপ্লক দিক্ষিৎ
-
করোনাভাইরাস সংক্রমণ রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মাস্ক ব্যবহার নিশ্চিত করতে রাজধানীর শাহবাগ এলাকায় অভিযান চালাচ্ছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। ছবি: জাগো নিউজ
-
রাজধানীর বিভিন্ন বাসস্টেশনের গিয়ে দেখা গেছে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যাওয়া বাসগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। ছবি: জাগো নিউজ
-
লকডাউনের মাঝে চলছে অমর একুশে বইমেলা। তবে আজকের মেলা অনেকটা দর্শনার্থী শূন্য। ছবি: জাগো নিউজ
-
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ডুবে যাওয়া যাত্রীবাহী লঞ্চটি ১৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। লঞ্চের ভেতর থেকে একের পর এক লাশ উদ্ধার করে উদ্ধারকারী দল। এ সময় সেখান থেকে ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে লঞ্চডুবির ঘটনায় মোট ২৬ জনের লাশ উদ্ধার করা হলো। ছবি: শাহাদত হোসেন
-
করোনা সংক্রমণ রোধে লকডাউনের প্রথমদিনে রাঙ্গামাটিতে মাঠে ছিল প্রশাসন। আজ সকাল থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার দাশের নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় ও বাজারগুলো মনিটরিং করতে দেখা গেছে। ছবি: শংকর হোড়
-
আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছে একটি গাড়িবোমা হামলার ঘটনায় কমপক্ষে তিনজন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরও ১২ জন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন তালেবান ওই হামলার দায় গ্রহণ করেছে। ছবি: সংগৃহীত