লকডাউনের প্রথমদিনে কর্মস্থলে যাওয়ার প্রাণপণ লড়াই
প্রকাশিত: ১২:০৫ পিএম, ০৫ এপ্রিল ২০২১
আপডেট: ০৫:৫৫ পিএম, ১১ এপ্রিল ২০২১
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ১১ দফা নির্দেশনা দিয়ে সাত দিনের লকডাউন ঘোষণা করেছে সরকার। লকডাউনের মাঝেও চলছে দুয়েকটি বাস। আজ প্রথমদিনে রাজধানীর কর্মজীবীরা কর্মস্থলে যেতে রাস্তায় এসে গাড়ি না পেয়ে ভোগান্তিতে পড়েছেন।
-
বাসের দরজা দিয়ে উঠতে না পেরে এক যাত্রী জানালা দিয়ে উঠছেন। ছবি: মাসুদ রানা
-
কর্মস্থলে যাওয়ার জন্য জীবনের ঝুঁকি। ছবি: মাসুদ রানা
-
গাড়িতে ওঠার জন্য প্রাণপণ লড়াই। ছবি: মাসুদ রানা
-
ধাক্কা-ধাক্কি করেও অনেকেই গাড়িতে উঠতে পারেনি। ছবি: মাসুদ রানা
-
যাত্রাবাড়ী ও এর আশপাশের বিভিন্ন বাসস্ট্যান্ডে সকাল থেকেই অন্যান্য দিনের মতো বিপুল সংখ্যক যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তারা মূলত বিভিন্ন স্থানে কর্মস্থলে যাওয়ার জন্য বাসের অপেক্ষা করছিলেন। ছবি: মাসুদ রানা