আজকের আলোচিত ছবি : ৪ এপ্রিল ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গতকাল একটি রিসোর্টে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে ‘অবরুদ্ধ’ করার প্রতিবাদে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আজ সংবাদ সম্মেলন করেছে ঢাকা মহানগর হেফাজতে ইসলাম। ছবি: জাগো নিউজ
-
মহামারি করোনাভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে সরকার আগামীকাল থেকে এক সপ্তাহের লকডাউন দিয়েছে। এর প্রতিবাদের আজ দুপুরে রাজধানীর নিউমার্কেট এলাকার রাস্তা অবরোধ করেছেন ব্যবসায়ীরা। তারা মার্কেট খোলা রাখার দাবি জানাচ্ছেন। ছবি: জাগো নিউজ
-
নিউমার্কেট এলাকার রাস্তায় নেমে লকডাউনের বিরুদ্ধে প্রতিবাদ করছেন ব্যবসায়ীরা। ছবি: জাগো নিউজ
-
করোনার সংক্রমণ রোধে ১৮ দফা নির্দেশনার পর আগামীকাল থেকে লকডাউনের ঘোষণার খবরে মানুষের মধ্যে রাজধানী ছাড়ার হিড়িক পড়েছে। এজন্য সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। ছবি: জাগো নিউজ
-
দেশের দক্ষিণাঞ্চলের মানুষ লকডাউনের খবরে বাড়ি ফিরছে। শিমুলিয়া ঘাটে বাড়িমুখো যাত্রীদের ভিড়। ছবি: জাগো নিউজ
-
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি হিসেবে ‘ইতিহাসের মহানায়ক’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিন এটি উন্মোচন করেন। ছবি: জাগো নিউজ
-
দেশজুড়ে তৃতীয় দফায় লকডাউন দিয়েছে ফ্রান্স। দেশটিতে দৈনিক সংক্রমণ বাড়তে থাকায় হাসপাতালে রোগীর চাপ বেড়ে গেছে। ইতোমধ্যেই আগামী চার সপ্তাহের জন্য সেখানকার সব স্কুল এবং অনাবশ্যক দোকান-পাট বন্ধ ঘোষণা করা হয়েছে। ছবি: জাগো নিউজ