আজকের আলোচিত ছবি : ৩০ মার্চ ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আগামী ৪ এপ্রিল দেশের তৈরি পোশাক শিল্প মালিক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) ২০২১-২০২৩ সালের দ্বিবার্ষিক পরিচালনা পর্ষদ নির্বাচন। নির্বাচনে পূর্ণ প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছে ‘ফোরাম’। ভোটে ফোরাম জয়ী হলে পোশাক মালিকদের উন্নয়নে বীমা ও কল্যাণ তহবিল গঠন করা হবে প্রতিশ্রুতি দেয়া হয়েছে। ছবি: মাহবুব আলম
-
আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘৫০ বছরে গণমাধ্যমের অর্জন ও চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনায় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
আজ ‘ইন্টারন্যাশনাল ডেটআর্কিটেকচার অ্যান্ড লিকুইডিটির’ ওপর ‘ফাইন্যান্সিং ফর ডেভেলপমেন্ট ইন দ্য এরা অব কোভিড-১৯ অ্যান্ড বিয়ন্ড ইনিশিয়েটিভ’ শীর্ষক রাষ্ট্র ও সরকার প্রধানদের এক ভার্চুয়াল বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত
-
বেশ কিছুদিন আগেই বাজারে এসেছে গরমে প্রিয় ফল তরমুজ। এখন রাজধানীর বাজারগুলোতে বলতে গেলে তরমুজের ছড়াছড়ি। ছবি: জাগো নিউজ
-
করোনার সংক্রমণ ঠেকাতে গত রমজানে মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীতে সম্মিলিত ইফতার ও ইতিকাফ বন্ধ করা হয়। মহামারি শুরু হওয়ার পর এবার বিশ্ব পেতে যাচ্ছে দ্বিতীয় রমজান। ছবি: সংগৃহীত