আজকের আলোচিত ছবি : ২৬ মার্চ ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের শ্রদ্ধা জানান। ছবি: ইয়াসিন কবির জয়
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আজ সকাল ১০টা ৩২ মিনিটে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: ইয়াসিন কবির জয়
-
বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গার্ড অব অনার প্রদান করা হয়। ছবি: ইয়াসিন কবির জয়
-
নরেন্দ্র মোদিকে গার্ড অব অনার প্রদানের সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ইয়াসিন কবির জয়
-
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানানো শেষে সেখানে একটি অর্জুন গাছ রোপণ করেন। ছবি: পিটিআই
-
মহান স্বাধীনতা দিবসে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ছাত্রলীগের সদস্যরা। ছবি: সংগৃহীত
-
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হেফাজত ইসলামের সঙ্গে পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে উত্তেজনা শুরু হয়েছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য আলাবামায় একরাতেই আঘাত হেনেছে একঝাঁক টর্নেডো। এতে প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচজন। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সেখানকার বেশ কিছু এলাকা। ছবি: সংগৃহীত