আজকের আলোচিত ছবি : ২১ মার্চ ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি মন্ত্রণালয়ের সভাকক্ষে 'বাংলা নববর্ষ ১৪২৮ উদযাপন' সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন। ছবি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
-
আজ রাজধানীর শান্তিনগর ট্রাফিক বক্স সংলগ্ন পথচারী ও সাধারণের মাঝে মাস্ক বিতরণ করে ঢাকা মেট্রোপলিটনের পুলিশের সদস্যরা। ছবি: জাগো নিউজ
-
মাস্ক বিতরণকালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) কৃষ্ণ পদ রায় বলেছেন, ‘জোর করে কিংবা আইন প্রয়োগ করে নয়, মানুষকে উদ্বুদ্ধ করে ও সচেতনতা সৃষ্টি করে মাস্ক ব্যবহারে বাধ্য করতে চায় পুলিশ।’ ছবি: জাগো নিউজ
-
পোলট্রি শিল্পের সমস্যা ও সম্ভাবনা নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কৃত হয়েছেন দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের বিশেষ সংবাদদাতা মনিরুজ্জামান উজ্জ্বল। ছবি: জাগো নিউজ
-
সরকারি চাকরিতে হরিজন জনগোষ্ঠীর নিয়োগে কোটা বাস্তবায়ন ও বৈষম্য বিলোপ আইন পাসের দাবিসহ পাঁচ দফা দাবি জানানো হয়েছে। আজ জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ হরিজন ছাত্র ঐক্য পরিষদের আয়োজনে এএসসি ও এইচএসসি-২০২০ পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব দাবি জানান সংগঠনটির নেতৃবৃন্দ। ছবি: জাগো নিউজ
-
ব্যাপকমাত্রায় বন্যা হতে পারে এমন আশঙ্কায় অস্ট্রেলিয়ার সিডনির আরও অঞ্চলের অধিবাসীদের বাসস্থান ত্যাগ করে অন্যত্র আশ্রয় নিতে নির্দেশ দেয়া হয়েছে। ছবি: সংগৃহীত