আজকের আলোচিত ছবি : ২০ মার্চ ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে আজ ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। ছবি: পিআইডি
-
আজ বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে ৬ সমঝোতা স্মারক চুক্তি হয়। এর মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সরকার। এতে সই করেন বাংলাদেশের পক্ষে সংস্কৃতি বিষয়ক সচিব এম বদরুল আরেফিন এবং শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সচিব গামিনি সেদারা সেনারাথ। ছবি: জাগো নিউজ
-
বাম গণতান্ত্রিক জোট আজ প্রেস ক্লাবের সামনে সুনামগঞ্জের শাল্লায় হিন্দুপল্লীতে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানব বন্ধন করেছে। ছবি: জাগো নিউজ
-
মসলা জাতীয় ফসল হিসাবে পেঁয়াজের ভূমিকা অনস্বীকার্য। এবছর আবহাওয়া অনূকূলে থাকায় পেঁয়াজের বাম্পার ফলনের আশা করছেন রাজবাড়ীর কৃষি বিভাগ ও পেঁয়াজ চাষিরা। ইতিমধ্যে উঠতে শুরু করেছে পেঁয়াজ। ছবি: জাগো নিউজ
-
চাষিদের দাবি বর্তমানে বীজ, সার ও কীটনাষকের দাম বেশি হওয়ায় তাদের খরচ বেড়ে গেছে। তাই প্রতিমন পেঁয়াজ ৩ থেকে সাড়ে ৩ হাজারের মধ্যে থাকলে তাদের জন্য ভালো। ছবি: জাগো নিউজ