আজকের আলোচিত ছবি : ১৯ মার্চ ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা সারাদেশে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর আজিমপুরের কলেজ অব হোম ইকনোমিকসের সামনে থেকে পরীক্ষার্থীদের এ ছবি তোলা হয়েছে। ছবি: জাগো নিউজ
-
রাজধানীর আজিমপুরের কলেজ অব হোম ইকনোমিকসের সামনে পরীক্ষার্থীদের ভিড় দেখা গেছে। ছবি: জাগো নিউজ
-
বাংলা একাডেমির আয়োজনে চলছে অমর একুশে বইমেলা। আজ মেলার দ্বিতীয় দিন। একটি স্টলে বই দেখছেন বইপ্রেমীরা। ছবি: জাগো নিউজ
-
রাজধানীতে আইরিশ পাব অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদসহ ৬৫টি ওয়াকিটকি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। এছাড়াও বিপুল পরিমাণ ইলেকট্রনিক সামগ্রী জব্দ করা হয়েছে। ছবি: জাগো নিউজ
-
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে তারা এ বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বের হয়ে নীলক্ষেত- কাঁটাবন হয়ে শাহবাগ দিয়ে প্রেসক্লাবের দিকে যায়। ছবি: জাগো নিউজ
-
মিয়ানমারের নিরাপত্তা বাহিনী শুক্রবার আরও আটজন বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করেছে। অংবান শহরে নিরাপত্তা বাহিনী অভ্যুত্থান বিরোধীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ছোড়ে। এরপর বিক্ষোভকারীদের একটি ব্যারিকেড সরিয়ে দিতে তারা গুলি চালায়। ছবি: সংগৃহীত