আজকের আলোচিত ছবি : ১৮ মার্চ ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
দীর্ঘ অপেক্ষার পর আজ শুরু হয়েছে বাংলা একাডেমি আয়োজিত অমর একুশের বইমেলা। ছবি: জাগো নিউজ
-
বইমেলা উদ্বোধনের পর ক্রেতাদেও জন্য খুলে দেয়া হয়েছে মেলার গেট। আজ প্রথম দিন বইপ্রেমীদের উপস্থিতি কম হলেও কয়েকদিন পর বাড়বে বলে প্রত্যাশা করছেন প্রকাশকরা। ছবি: জাগো নিউজ
-
পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বলেছেন, করোনাভাইরাসের প্রকোপ গত মাস পর্যন্ত কম থাকলেও মার্চ থেকে এটি বৃদ্ধি পেয়েছে। আমাদেরকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। আজ রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবিলায় দেশব্যাপী পুলিশের উদ্যোগ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
‘দেখাবে গাইবান্ধা, দেখবে দেশ; রেকর্ড করবে বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধা-সাঘাটা আঞ্চলিক মহাসড়কে ১০ কিলোমিটার দীর্ঘ আলপনা আঁকা শুরু হয়েছে। আজ দুপুরে এই আলপনা আঁকা শুরু হয়। ছবি: জাগো নিউজ
-
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় করে রাখতেই এই আলপনা এঁকে নতুন রেকর্ড গড়তে চান গাইবান্ধার মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: জাগো নিউজ
-
গাইবান্ধা পুলিশ লাইনের সামনে থেকে দুপুরে এই আলপনা আঁকা শুরু করা হলেও বিকেল ৫টায় গাইবান্ধা-সাঘাটা সড়কের ভাঙ্গামোড় এলাকা থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। ছবি: জাগো নিউজ
-
আফগানিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার রাতে ওই দুর্ঘটনা ঘটেছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার নিশ্চিত করেছে যে, নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য বুধবার রাতে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত