আজকের আলোচিত ছবি : ১৫ মার্চ ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
লক্ষ্মীপুরের রামগতির নৌকার কারিগর মো. ইউছুফ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে ‘জল ডাঙা মুজিব পরিবহন’ নামে একটি নৌকা বানিয়েছেন। এ পরিবহনটি জল ও স্থলপথে চলবে। ছবি: জাগো নিউজ
-
নৌকাটি প্রধানমন্ত্রীকে উপহার দিতেই ইউছুফ এটি নিয়ে ঢাকায় যাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ নৌকায় চড়াতে চান তিনি। ছবি: জাগো নিউজ
-
জানা গেছে, ইউছুফ লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের পূর্ব চর কলাকোপা গ্রামের আবুল কালামের ছেলে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীকে উপহার দিতে ইউছুফ নৌকাটি তৈরি করেন। তিন বছর ধরে ক্লান্তিহীন পরিশ্রম করে প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে নৌকাটির কাজ শেষ হয়েছে। ছবি: জাগো নিউজ
-
আজ দুপুরে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ সার্ভিস ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি-২০২০ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ। ছবি: জাগো নিউজ
-
দেশের সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আগের জিপিএ বহালসহ তিন দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেন ভর্তিচ্ছুরা। রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে থেকে ছবিটি তোলা হয়। ছবি: জাগো নিউজ
-
আগামী ১৯ মার্চ অনুষ্ঠিতব্য ৪১তম বিসিএস পরীক্ষা পিছিয়ে বিশ্ববিদ্যালয়-কলেজের হল খোলা ও টিকাদান কর্মসূচির সঙ্গে সমন্বয় করে পুনঃনির্ধারণের দাবিতে আজ রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন পরীক্ষার্থীরা। ছবি: জাগো নিউজ
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের দেয়া জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য হস্তান্তর করেন সে দেশের রাষ্ট্রদূত লি জিমিং। ছবি: পিআইডি
-
সৌদি আরবের একটি বিমানবন্দর এবং বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। অন্যদিকে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, তারা একটি বিস্ফোরক ড্রোনের হামলা প্রতিহত করেছে। খবর মিডল ইস্ট আই। ছবি: সংগৃহীত