আজকের আলোচিত ছবি : ১৪ মার্চ ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বগুড়ায় ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ শিল্পকর্ম পরিদর্শন করেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় পরিষদ’ প্রধান উপদেষ্টা। আজ বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বালেন্দা গ্রামের ফসলের ক্যানভাসে বিশ্বের সবচেয়ে বড় এ প্রতিকৃতি পরিদর্শন করেন তিনি। ছবি: জাগো নিউজ
-
আজ জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে দলের যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল রচিত ‘কুপি বাতির গণতন্ত্র’ গ্রন্থের মোড়ক উন্মোচন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: জাগো নিউজ
-
আজ ‘শ্রম অভিবাসন সংক্রান্ত অপরাধ দমনে মোবাইল কোর্ট পরিচালনা’ শীর্ষক দুই দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। ছবি: জাগো নিউজ
-
জাতীয় প্রেস ক্লাবের বাংলাদেশ সাংবাদিক জোট আয়োজিত ‘বাসাজ পুরস্কার ২০১৯’ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ছবি: জাগো নিউজ
-
জবাইখানার অভাবে শত কোটির টাকার রফতানিযোগ্য পশুর বর্জ্য নষ্ট হচ্ছে। রফতানি না হওয়ায় সেসব বর্জ্য এখন কুকুরের খাবার হচ্ছে। পচে যাওয়া বর্জ্যগুলোকে ময়লার ভাগাড়ে ফেলা হচ্ছে। পাশাপাশি ভারত থেকে দেশে পাচার হয়ে আসছে পশু ও মাংস। এর ফলে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতি আয়োজিত সংবাদ সম্মেলন ও মুক্ত আলোচনা সভায় এসব কথা বলেন ব্যবসায়ীরা। ছবি: জাগো নিউজ
-
আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নেনদাজকে বহনকারী একটি মিনিবাসে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। দেশটির পাতাগোনিয়া এলাকায় ওই হামলার ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত