আজকের আলোচিত ছবি : ১৩ মার্চ ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
১৮ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে অমর একুশের বইমেলা। বইমেলায় অংশ নিতে যাওয়া প্রকাশনা সংস্থার স্টল নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ছবি: জাগো নিউজ
-
কারিগরি বোর্ডের অধীন পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টদের নার্স হিসেবে নিবন্ধন দেয়া যাবে না। পাশাপাশি, পরিবার কল্যাণ পরিদর্শিকাদের ডিপ্লোমা ইন মিডওয়াইফারি সমমান করা যাবে না। এসব দাবি নিয়ে আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করেছে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস এসোসিয়েশন, বাংলাদেশ প্রাইভেট নার্সিং কলেজ এসোসিয়েশন এবং বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন। ছবি: জাগো নিউজ
-
নার্সেস ইউনিয়নের সদস্যরা অবস্থান কর্মসূতিতে জানিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন এবং স্বাধীনতার রজতজয়ন্তী উদযাপনের জন্য আগামী ২৭ মার্চ পর্যন্ত ঢাকা মহানগরীতে সব কর্মসূচি স্থগিত থাকবে। ছবি: জাগো নিউজ
-
দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় ফরিদপুর শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ফরিদপুর প্রেস ক্লাবের বহিষ্কৃত সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেছে তাদের পরিবার। আজ বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসিয়েশনে (ক্র্যাব) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেছে তাদের সন্তানরা। ছবি: জাগো নিউজ
-
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক আজ ঢাকায় বঙ্গবন্ধু আর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কৃষিবিদ সমিতির বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন। ছবি: জাগো নিউজ
-
মিয়ানমারে সামরিক জান্তা সরকারবিরোধী বিক্ষোভ চলছেই। বেসামরিক সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়ার দাবিতে রাজপথে এক মাসের বেশি সময় ধরে বিক্ষোভ করছে দেশটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এদিকে বিক্ষোভে পুলিশের গুলিতে আরও দুই বিক্ষোভকারী নিহত হয়েছে। ছবি: সংগৃহীত