আজকের আলোচিত ছবি : ১২ মার্চ ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বঞ্চিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছে বাংলাদেশ বেসরকারি প্রথমিক শিক্ষক সমিতি (মহাজোট)। ১০ মার্চ থেকে তিন দিনের এ কর্মসূচি শুরু হয়ে আজ শেষ হওয়ার কথা ছিল। তবে সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি। ছবি: জাগো নিউজ
-
ঢাকার কেরানীগঞ্জ থানা এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠিত ব্র্যান্ডের নাম ব্যবহার করে নকল ও ভেজাল প্রসাধনী তৈরির অভিযোগে ৩টি কারখানায় অভিযান চালিয়ে ১৩ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসময় আনুমানিক ১০ লাখ টাকা মূল্যের নকল ও ভেজাল প্রসাধনী ধ্বংস করা হয়। ছবি: জাগো নিউজ
-
বিভিন্ন দাবি দাওয়া নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ শ্রমিক-কর্মচারী ফেডারেশন ঢাকা মহানগর শাখার উদ্যোগে সংগঠনের মহানগর শাখার কর্মীরা মানববন্ধন করছে। ছবি: জাগো নিউজ
-
প্রতিবন্ধী সেবা ও সাহায্যকেন্দ্রে চাকরি রাজস্বকরণের দাবিতে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির সারাদেশের কর্মকর্তা-কর্মচারীরা। আজ বিকেল ৩টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘চাকরি বাস্তবায়ন পরিষদ’ এর ব্যানারে এ কর্মসূচি করা হয়। ছবি: জাগো নিউজ
-
সমাজতান্ত্রিক মহিলা ফোরম নারী দিবস উপলক্ষে শাহবাগ জাদুঘরের সামনে আলোচনা সভা করেছে। ছবি: জাগো নিউজ