আজকের আলোচিত ছবি : ৫ মার্চ ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
কর্মক্ষেত্রে নারীর প্রতি সহিংসতা ও হয়রানির প্রতিরোধের দাবিতে নারী সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে। আজ জাতীয় প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার ও গ্রিন বাংলা গার্মেন্টস ওয়াকার্স ফেডারেশনের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
নারী সমাবেশে বক্তারা বলেন, আজ কর্মক্ষেত্রে শ্রমজীবী নারীদের প্রতি হয়রানি, নির্যাতন নিত্যদিনের ঘটনা। তবে দিন দিন এটি আরও বাড়ছে। কর্মক্ষেত্রে শ্রমিকদের ওপর সহিংসতা, হয়রানি তাদেরকে নাজুক করে ফেলে। ছবি: সংগৃহীত
-
শুরু থেকেই নারীর কল্যাণে কাজ করে যাচ্ছে টিম গ্রুপ। আন্তর্জাতিক নারী দিবস-২০২১ উদযাপন উপলক্ষ্যে টিম গ্রুপ ‘প্রসূতি মায়ের যতœ ও সম্মান ভালো কর্ম পরিবেশের অবদান’ এই শিরোনামে ভিন্ন আঙ্গিকে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করেছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
আজ জাতীয় প্রেসক্লাবে ‘গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম পরিষদ’ আয়োজিত ‘গণতন্ত্র, গণমাধ্যম, গণকন্ঠ অবরুদ্ধ বাংলাদেশের ভবিষ্যৎ কোন পথে?’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপরি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ছবি: জাগো নিউজ
-
আজ সকালে টাঙ্গাইলের ধনবাড়ী সরকারি কলেজে ‘নারীর ক্ষমতায়নে তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। ছবি: জাগো নিউজ
-
করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী এক মাসের জন্য কারফিউ জারি করেছে কুয়েত সরকার। ছবি: সংগৃহীত