আজকের আলোচিত ছবি : ২৮ ফেব্রুয়ারি ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানা ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ভর্তি পরীক্ষায় জিপিএ ফাইভ বহাল রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: মাহবুব আলম
-
রাজধানীর মহাখালীতে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে (আইসিডিডিআর’বি) বাড়ছে রোগীদের ভিড়। গত ২৪ ঘণ্টায় আইসিডিডিআর’বিতে মোট ৫৯১ জন ডায়রিয়া রোগী ভর্তি হন। আজ দুপুর ১২টা পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা ছিল ২০০ জন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উদযাপন নাগরিক কমিটি বছরব্যাপী নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। আজ কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। আজ বেলা ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ-সাংবাদিকসহ আহত হয়েছেন অন্তত ৩৫ জন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা স্থগিতের প্রতিবাদে মানববন্ধন করা হয়। আজ রাজধানীতে এ মানববন্ধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ছবি: জাগো নিউজ
-
আইন-শৃঙ্খলা রক্ষায় তিন পার্বত্য জেলায় সেনাবাহিনীর ছেড়ে যাওয়া ক্যাম্পে পুলিশ মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। ছবি: জাগো নিউজ
-
নিউজিল্যান্ডের বৃহত্তম অকল্যান্ড শহরে এক মাসেই দু’বার লকডাউন জারি করা হয়েছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় লকডাউন জারি করে। সম্প্রতি দেশটিতে ব্রিটেনে শনাক্ত হওয়া নতুন ধরনের করোনার উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। সে কারণেই কর্তৃপক্ষ কড়াকড়ি আরোপ করতে বাধ্য হয়েছে। ছবি: এএফপি